প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বাৎসরিক অনুষ্ঠানে ফোন করে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুদিনে তাঁর স্ত্রীকে ফোন করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বছর ৩০ জুলাই প্রয়াত হয়েছিলেন সোমেন মিত্র। এই বছর তিথি অনুযায়ী তাঁর মৃত্যু দিন ছিল ১৭ অগাস্ট।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নিজ বাসভবনেই অনুষ্ঠিত হয় বাৎসরিক কাজ। ওইদিন রাতে সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেকক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বাৎসরিক কাজ ঠিকভাবে হল কিনা খবর নেন মুখ্যমন্ত্রী। ওইদিন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন বাৎসরিক অনুষ্ঠানে। জানা গেছে মুখ্যমন্ত্রী ছাড়াও শিখা মিত্রকে ফোন করে খবর নেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় ও চৌরঙ্গীর বিধায়ক নয়না ব্যানার্জি।

শিখা মিত্র জানিয়েছেন, ভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তাঁকে। সেইসময় তিনি জানিয়েছিলেন সোমেন বাবুর বাৎসরিক অনুষ্ঠান হবে ১৭ অগাস্ট। আর সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন ফোন করেন শিখা মিত্রকে। এত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে খুশি সোমেন মিত্রের পরিবার।

উল্লেখ্য, বিধানসভা ভোটে চৌরঙ্গী কেন্দ্র থেকে শিখা মিত্রকে না জানিয়ে টার নাম ঘোষণা করে দেয় বিজেপি। কিন্তু ভোটে লড়েননি শিখা মিত্র। শিখা মিত্রর এই সিদ্ধান্তে খুশি ছিল তৃণমূল। যদিও এই বিষয়ে সোমেন মিত্রের ছেলে বলেছেন, মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। তাই বাবার বাৎসরিকে মাকে ফোন করেছেন তিনি। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হওয়ার পর খোঁজ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। তাঁর স্ত্রীকে ফোন করে আরোগ্য কামনা করেছিলেন তিনি।

Comments are closed.