টাকা দিলে ফেসবুক-ইনস্টাগ্রামেও মিলবে ব্লু টিক, কত খরচ পড়বে জানেন? 

ট্যুইটারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, টাকার বিনিময়ে মিলবে ব্লু টিক। এবার সেই পথেই হাঁটল ফেসবুক, ইনস্টাগ্রাম। টাকার বিনিময়ে ব্লু টিক ব্যবহার করতে পারবেন এই অ্যাপগুলোর ব্যবহারকারীরা। সম্প্রতি মেটার তরফে এমনটাই জানানো হয়েছে। মেটার কর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, খুব শীঘ্রই ফেসবুক,ইনস্টাগ্রামে পেইড প্রিমিয়াম শুরু হতে চলেছে। একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে নিজের ভেরিফায়েড প্রফাইলের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ সেলিব্রেটিদের মতো আপনার নামের পাশেও দেখা যাবে ব্লু টিক। 

সম্প্রতি মেটার একটি বিজ্ঞপ্তিতে কত খরচ পড়বে তাও জানানো হয়েছে। মেটা ভেরিফায়েড প্রোফাইল পেতে গেলে গ্রাহকদের প্রতি মাসে ১১.১৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ টাকার কাছাকাছি খরচ করতে হবে। যদিও ভারতীয়রা এখনই সুবিধা পাবেন না। শুরুতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে এই পরিষেবা আনছে জুকারবার্গের সংস্থা। এরপর ধীরে অন্যান্য দেশের জন্য এই পরিষেবা শুরু হবে। মেটার তরফে জানানো হয়েছে, সোশ্যাল সাইটগুলোতে আরও বেশি স্বচ্ছতা এবং নিরাপত্তা আনতেই এই পদক্ষেপ।    

Comments are closed.