জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক নবান্ন; মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৈঠকে মুখ্যসচিব 

উত্তরবঙ্গ সফরে গিয়ে ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এ নিয়ে বিশেষভাবে সতর্ক হল নবান্ন। বুধবার এ নিয়ে একাধিক জেলাশাসক এবং নানান দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠক থেকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে একাধিকবার জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। ভুয়ো শংসাপত্রের ক্ষেত্রে রাজ্যও কড়া পদক্ষেপ নেবে বলে মুখ্যমন্ত্ৰী জানিয়েছেন। এই অবস্থায় এদিনের বৈঠক থেকে মুখ্যসচিব নির্দেশ দেন, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া গাইডলাইন মেনে চলতে হবে। কেন্দ্রের নিয়ম মেনেই জাতিগত শংসাপত্র দিতে হবে। 

এবারে যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প থেকে জাতিগত শংসাপত্র কাজ করা হবে, সে কারণে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখনও জাতিগত শংসাপত্র পাননি, তাঁদের থেকে প্রয়োজনীয় নথি নিয়ে তবেই শংসাপত্র দিতে বলা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটা যাতে দ্রুত হয়, সেক্ষেত্রেও নজর দিতে বলা হয়েছে। 

 

Comments are closed.