পুজো কার্নিভ্যালের রাতেও থাকছে বিশেষ মেট্রো; জেনে নিন সময়সূচি 

পুজোর চারদিন রাতে বিশেষ মেট্রো চলছে। সপ্তমী থেকে দশমী সারা রাত চলছে মেট্রো। পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ অক্টোবরও রাতে বিশেষ মেট্রো চলবে বলে মেট্রোর তরফে আগেই জানানো হয়েছিল। এবার সময় সূচি জানাল মেট্রো।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৭ অক্টোবর দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে রাতে শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছে। ২৩৪টার পরিবর্তে ওই দিন চলবে ২৫২ টা মেট্রো। ১০টা ৫৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে। অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আবার কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। 

উল্লেখ্য, কার্নিভ্যালের দিন দর্শনার্থীদের ফেরার জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করেছে রাজ্যের পরিবহন দফতর। 

Comments are closed.