লক্ষ্য পুজোর কেনাকাটা; মেট্রোর সূচিতে বদল আনছে কর্তৃপক্ষ 

পুজোর আর এক মাসও বাকি নেই। জোরকদমে শুরু হয়েছে পুজোর কেনাকাটা। যাতে করে রাস্তাঘাটে ভিড়ও বাড়ছে। সাধারণত শনি ও রবিবার মানুষ বেশি যায় পুজোর কেনাকাটায়। সেই লক্ষ্যেই পুজোর আগে ক’টা দিন মেট্রোর সূচিতে বদল আনছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শনি ও রবিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন এই সূচি কার্যকর হবে, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। 

মেট্রোর তরফে জানানো হয়েছে,পুজোর আগে চারটি শনিবার ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর ২৮৮টি মেট্রো চলবে। ১৪৪টি আপ লাইনে এবং ১৪৪টি ডাউন লাইনে মেট্রো চলবে। শনিবার সাধারণত আপ এবং ডাউন মিলিয়ে ২৩৪ মেট্রো চলে। তার জায়গায় ২৮৮ টি মেট্রো চলবে। মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে রবিবারও। ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর এবং ১৫ অক্টোবর আপ এবং ডাউনে মেট্রো চলবে ১৬৪টি। সাধারণ দিনে রবিবার মেট্রো চলে ১৩০টি। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময় সূচি একই থাকবে। 

Comments are closed.