‘কঠোর পরিশ্রম দিয়ে তরুণদের শিক্ষার আনন্দ ছড়িয়ে দিয়েছেন’, শিক্ষক দিবসে মর্মস্পর্শী টুইট প্রধানমন্ত্রীর

সোমবার শিক্ষক দিবস। এইদিন শিক্ষকদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একটি টুইট করে মোদী। সেখানে লেখেন, শিক্ষক দিবসে শুভেচ্ছা। যেসব শিক্ষকরা তাঁদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তরুণদের মধ্যে শিক্ষার আনন্দ ছড়িয়ে দিয়েছেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণণকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

একটি ভিডিও পোস্ট করেন মোদী। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের ছবি তুলে ধরেন। যেসব শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীদের। নিজের মাকেও শিক্ষকদের আসনে বসিয়েছেন তিনি। ভিডিওতে মায়ের সঙ্গে দেখা যায় মোদীকে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণননকেও দেখা যায়।

৫ই সেপ্টেম্বর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখক। তিনি সারা জীবন সকলের মধ্যে শিক্ষার বিস্তার করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতে ও সেই সকল ব্যক্তি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের সম্মান জানাতে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়।

Comments are closed.