ভারতে শুরু Sputnik-V টিকাকরণ, দেওয়া হবে ১.৫ লক্ষ টিকা

রুশ ভ্যাকসিন তৈরীর বরাত পেয়েছে ডক্টর রেড্ডি'স ল্যাবরেটরিজ

কোভিশিল্ড, কো-ভ্যাকসিনের পর ভারতে Sputnik-v দেওয়ার কাজ শুরু হল। কয়েকদিন আগেই ভারতে আসে রাশিয়ান ভ্যাকসিন। Sputnik-v র দাম ৯৯৫ টাকা ৪০ পয়সা। চলতি সপ্তাহ থেকে এই ভ্যাকসিন পাবেন দেশবাসী বলে জানা গিয়েছিল। সেইমত সোমবার থেকেই Sputnik-v পাচ্ছেন দেশবাসী।

সপ্তাহের প্রথম দিন হায়দরাবাদে শুরু হয়েছে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। মঙ্গলবার দেওয়া হবে বিশাখাপত্তনমে। এরপর খুব তাড়াতাড়ি রাজ্যের অন্য প্রান্তেও পৌঁছে যাবে এই ভ্যাকসিন।

জানা গিয়েছে, প্রথম পর্বে দেড় লক্ষ ভ্যাকসিনেশন হবে। রুশ ভ্যাকসিন তৈরীর বরাত পেয়েছে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ। এই ওষুধ সংস্থা ও অ্যাপোলো হাসপাতাল একত্রে ভ্যাকসিনেশনের কাজ করছে।

এ বিষয়ে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রের সব নিয়ম মেনেই টিকাকরণের কাজ চলবে।

জানা গিয়েছে, এখনও ভারতে এই ভ্যাকসিন উৎপাদন হচ্ছে না। রাশিয়ার থেকেই কিনতে হচ্ছ। তাই দাম বেশি। জুলাই মাস থেকে ভারতে তৈরি হবে এই ভ্যাকসিন। এরপর দাম অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

Comments are closed.