ব্রিগেডে হাজিরার পর এবার সরাসরি সিপিএমের হয়ে প্রচারে শ্রীলেখা মিত্র

টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিপিএমের হয়ে সালিশি গাইছেন সোশ্যাল দুনিয়ায়।

বাংলায় ভোট উৎসব শুরুর মুখে। তারই দিন গুনছে বঙ্গবাসী। রাজনৈতিক দলগুলিও শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত। সেই সময় টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিপিএমের হয়ে সালিশি গাইছেন সোশ্যাল দুনিয়ায়।

বামপন্থী শ্রীলেখা মিত্র সিপিএমের ব্রিগেড সমাবেশে সশরীরে হাজির হয়েছিলেন ময়দান প্রাঙ্গণে। এরপর অভিনেত্রীর সোশ্যাল প্লাটফর্ম ঘেটে দেখলে দেখা যাবে, বাম বিরোধী দলগুলোকে বারবার কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে যেমন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন। তেমনই তৃণমূলকে ব্যঙ্গ করতেও ছাড়েননি শ্রীলেখা।

মঙ্গলবার, নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশ কয়েকটি পোস্ট করেন শ্রীলেখা। যার মধ্যে দুটি পোস্ট ছিল বাম জোট প্রচারের ইঙ্গিত। একটিতে উল্লেখ রয়েছে ঘুষ নেওয়ার কথা, ‘ঘুষ দিতে দিতে ক্লান্ত? পকেট ফাঁকা? ঘুষের নেশা ছাড়ানোর একমাত্র ঠিকানা- গোপনে এই ভোট, বাম জোট।’

অন্য পোস্টে বিজেপিকে কটাক্ষ করে লেখা, ‘দলবদলু নেতাদের অভিনয়ের সুযোগ বানচাল করুন একটি মাত্র ভোটে, এবার ভোট বাম জোট।’

প্রথম দিন থেকেই বামপন্থী ছিলেন শ্রীলেখা মিত্র। কিন্তু কখনই সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান বা সমালোচনায় থাকতে দেখা যায়নি তাঁকে। তবে বিভিন্ন সময় দলের সমর্থনে আওয়াজ তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বামপন্থায় সমর্থন করি যে তার ভোট বাম দলের প্রতি উৎসর্গিত তা স্পষ্ট।

Comments are closed.