চোখে গুরুতর জখম, এসএসকেএম হাসপাতালে সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল পাঁচ বছরের শিশুর

এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সফল প্রয়াস মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল ছোট্ট তুহিনাকে।  গত রবিবার খেলতে গিয়ে ভুলবশত নিজের ডান চোখের নীচে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছিল সে। চোখ হয়ে তা পৌঁছে গিয়েছিল মস্তিষ্কে। সেই অবস্থায় বছর পাঁচেকের তুহিনাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ থেকে  নিয়ে আসা হয় কলকাতায়। সোমবার ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তুহিনা খাতুনকে। সকাল পর্যন্ত অস্ত্রোপচার চলে। ডাঃ রাকেশ এ ভি জানিয়েছেন, ‘হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন শিশুটি খুবই খারাপ অবস্থায় ছিল, আর কিছুক্ষণ এরকম অবস্থায় কাটালে হয়ত মৃত্যুও হতে পারত তার। সবার প্রচেষ্টায় দ্রুত সফলভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।

ডাঃ রাকেশ এ ভি

সফল অস্ত্রোপচারের পর এই মুহুর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তুহিনা। চিকিৎসকদের সম্মিলিত এই প্রয়াসে খুশি তুহিনার মা রুপালি বিবি। তিনি জানান, খেলতে গিয়ে দুর্ঘটনাবশত এই কান্ড ঘটিয়েছিল তাঁর মেয়ে। এখন তুহিনাকে নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় গোটা পরিবার ।

Leave A Reply

Your email address will not be published.