কোভিড আবহে গঙ্গাসাগর মেলা: কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আদালতে হলফনামা দিয়ে জানাল রাজ্য  

কোভিড আবহে গঙ্গামেলার ভবিষৎ কী, তা নিয়ে বৃহস্পতিবার আদালতের রায়ের দিকে নজর ছিল রাজ্যবাসীর। কোভিড আবহে মেলা বন্ধের আর্জি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিৎসক অভিনন্দন মন্ডল। 

বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার বেঞ্চে সাগর মেলা বন্ধের পক্ষে জোরদার সওয়াল করেন। যার ভিত্তিতে বিচারপতিরা রাজ্যের অবস্থান জানতে চায়। মেলা বন্ধ সম্ভব কিনা রাজ্যের কাছে জানতে চাওয়া হয়। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের মনোভাব আদালতে পেশ করেন। এদিন কোর্টে হলফনাম জমা দিয়ে অ্যাডভোকেট জেনারেল জানান, মেলা প্রাঙ্গনে সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করছে রাজ্য সরকার। তিনি বলেন, প্রায় ১ হাজারেরও বেশি বেড প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে একাধিক কোয়ারেন্টাইন সেন্টার, সেফ হোমেও ব্যবস্থা করে রাখা রয়েছে। পাশপাশি দর্শনার্থীদের করোনা টীকার সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষাও করা হচ্ছে। 

এদিকে মামলাকারীর আইনজীবী আদালতে পাল্টা বলেন, গত বছর কোভিড আবহে মেলায় ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিল। যেখানে রাজ্য নির্দেশিকা দিয়ে বলেছে কোনও রকম ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না, সেখানে রাজ্য কীভাবে মেলার অনুমতি দিচ্ছে। আদালতের কাছে মেলা বন্ধের আর্জি করেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী। 

Comments are closed.