পরিস্থিতির উপর নজর রাখছে সরকার, এখনই সবকিছু বন্ধ করার দরকার নেই, করোনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর 

এক সপ্তাহের মধ্যে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, সামনে বর্ষবরণ-এর রাত রয়েছে। করোনা কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। এখনই কোনও কিছু বন্ধ করার দরকার নেই। 

বৃহস্পতিবার গঙ্গাসাগর সফর শেষ করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই বলেন, করোনা কিছুটা বেড়েছে। প্রতিমুহূর্তে পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই। সেই সঙ্গে লোকাল ট্রেন নিয়েও মুখ্যমন্ত্রী বলেন, রিভিউ মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মমতা ব্যানার্জি বলেন, প্রয়োজন মতো সংক্রমণের নিরিখে ছোট ছোট কোনটাইনমেন্ট জন করা হতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, ব্রিটেন ফেরত যাত্রীদের শরীরে বেশি করে মিলছে ওমিক্রন। এই নিয়ে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত। 

উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে করোনার তৃতীয় ঢেউ নিয়ে জেলায় জেলায় সতর্কবার্তা পাঠানো হয়েছে। কলকাতার পাশাপাশি ৬ টি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। 

Comments are closed.