কলকাতা থেকে পুরী পর্যন্ত ভলভো বাস চালাবে রাজ্য সরকার। এত দিন কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য বেসরকারি বাস পরিষেবা ছিল। পুরী যাওয়ার পথ আরও সহজ করতে এবার ভলভো বাস আনছে পরিবহণ দপ্তর। আগামী ১ বৈশাখ থেকে এই পরিষেবা চালু হবে বলে সূত্রের খবর। পুরী ছাড়াও কলকাতা থেকে আরও পাঁচটি রুটে ভলভো পরিষেবা চালু করা হবে। সেগুলি হল,শিলিগুড়ি, তারাপীঠ, মায়াপুর, দিঘা ও পুরুলিয়া।
পর্যটন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মূলত পর্যটনকেন্দ্রগুলিকে সামনে রেখে এই ছ’টি রুট ঠিক করা হয়েছে। মানুষ যাতে কম খরচে এবং আরামে গন্তব্যে পৌঁছতে পারেন, সে জন্যই অত্যাধুনিক ভলভো বাস নামানোর সিদ্ধান্ত। ১ বৈশাখ সবক’টি রুট একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে।
প্রায় ১০ কোটি টাকা খরচ করে পরিবহণ দপ্তর ছ’টি ভলভো বাস কিনেছে। অত্যাধুনিক মডেলের এই বাসগুলিতে ৪৩টি সিট রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে রয়েছে পুশ–ব্যাক সিট এবং রিডিং লাইট। অন্য বাসের তুলনায় এই বাসগুলি অনেক বেশি আরামদায়ক, তেমনই যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেকটা এগিয়ে।
Comments are closed.