বিজেপি বিভেদের রাজনীতি করছে, ডোমকলে ভিড়ে ঠাসা সমাবেশে একতার বার্তা শুভেন্দু অধিকারীর

নয়া নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। অশান্তির আঁচ পৌঁছেছিল এ রাজ্যেও। মুর্শিদাবাদে ঘটেছিল বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা। এবার মুর্শিদাবাদের সেই অশান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুর্শিদাবাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। ডোমকলে আয়োজিত ভিড়ে ঠাসা সমাবেশে দাঁড়িয়ে দিলেন একতার বার্তা।

এদিন ডোমকলে আয়োজিত সভা উপলক্ষ্যে জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, চাকরি, শিক্ষা, বেকারত্ব প্রভৃতি মৌলিক দাবি দাওয়া থেকে মানুষের নজর ঘোরাতে বিজেপি বিভেদমূলক নীতি নিয়ে চলছে। তাঁর আহ্বান, বিজেপির এই বিভেদমূলক রাজনীতির মোকাবিলা করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হতে হবে।

Comments are closed.