ত্রিপুরায় ধাক্কা গেরুয়া শিবিরের, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন সহ ১ বিজেপি বিধায়ক 

বিজেপি ত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেসে ফিরলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। সোমবার দু’জনেই বিধায়ক পদে ইস্তফা দেন, একই সঙ্গে বিজেপির সদস্য পদও ত্যাগ করেন। 

মঙ্গলবার সকালেই দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে যান দুই প্রাক্তন বিধায়ক। দু’জনকে উত্তরীয় পরিয়ে হাত শিবিরে স্বাগত জানিয়েছেন রাহুল। এদিন তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। কংগ্রেসে যোগ দিয়েই নিজের পুরোনো দলকে একহাত নিয়েছেন সুদীপ। এদিন তিনি বলেন, এতদিন বিজেপি করে পাপ করেছি, এখন সেই পাপের পুণ্য করতেই কংগ্রেসে ফিরে এলাম। 

কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক জীবনের সূচনা করেন সুদীপ। ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের সভাপতির ছিলেন এক সময়ে। পরে রাজনৈতিক পালাবদলের জেরে তৃণমূলে যোগ দেন সুদীপ। তৃণমূল নেতা মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। 

বেশ কিছু সময় ধরেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য দেখা দেয় তাঁর। প্রকাশ্যেই বিপ্লব দেবের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। ত্রিপুরায় পুর ভোটের আগে তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও সোচ্চার হন তিনি। 

সুদীপ সহ দুই বিধায়কের দলত্যাগের পরেই জল্পনা শুরু হয়েছিল তাঁদের তৃণমূলে যোগদান নিয়ে। যদিও অবশেষে সব জল্পনা অবসান করে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন দুই বিজেপি বিধায়ক। 

Comments are closed.