রাজ্যের শ্রমিকরা কেন গোয়া যাচ্ছেন কাজ করতে? মমতার সৈকত সফর নিয়ে খোঁচা সুকান্তর 

শুক্রবার গোয়া সফরে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এবার পাল্টা আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তের খোঁচা, পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন গোয়া যান কাজ করতে? গোয়া থেকে তো কেউ আসেন না এ রাজ্যে কাজ করতে। 

বৃহস্পতিবার তিনদিনের সফরে গোয়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার পানাজিতে দলীয় নেতৃত্বের বৈঠকে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরায় আমাদের দলের প্রতিনিধিদের মারধর করা হচ্ছে। অসম, উত্তরপ্রদেশে আমাদের সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়াতেও আমার পোস্টার ছেঁড়া হয়েছে। তারপরেই গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমোর কটাক্ষ, এরকম করলে তো ওরাই মুছে যাবে।  মহিলাদের ক্ষমতায়ন নিয়েও এদিন মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলই একমাত্র দল যাদের সংসদে নির্বাচিত প্রতিনিধিদের ৪১% মহিলা। 

এদিন মুখ্যমন্ত্রীর এই দাবিকেও কটাক্ষ করেন বালুরঘাটের সাংসদ। বলেন, মোদী সরকারের আমলেই ভারতে প্রথম অর্থমন্ত্রী হন মহিলা। উনি দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। মহিলা ক্ষমতায়ন মানে একজনের ক্ষমতা বৃদ্ধি নয়। তৃণমূলকে এদিন কুয়োর ব্যাঙ বলেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। 

Comments are closed.