বাংলার মেয়ে সুপার মমতা! সুপার মারিয়োর আদলে রাজনীতির দৌড়ে তৃণমূল নেত্রীর ভিডিয়ো ভাইরাল

জনপ্রিয় ভিডিয়ো গেম সুপার মারিওর নয়া ভার্সনে এবার দেখা গেল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে।

দৌড়াচ্ছেন সুপার মারিয়ো রূপী মমতা। আর দৌড়তে দৌড়তেই একে একে পেরিয়ে যাচ্ছেন একের পর এক হার্ডল। সেখানে উঠে এসেছে ঝাড়গ্রামে মাওবাদী জুলুমের ইতি থেকে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সড়ক নির্মাণ, খাদ্য সাথীর মতো তৃণমূল সরকারের সিগনেচার প্রকল্প।
জনপ্রিয় ভিডিয়ো গেম সুপার মারিওর নয়া ভার্সনে এবার দেখা গেল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। সেই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
২০১১ ও ২০১৬, পরপর দু’বার মমতা ব্যানার্জি বিধানসভা ভোটে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। কিন্তু কোন পথ পেরিয়ে তৃতীয়বার জয়ের আশা করছেন তৃণমূল নেত্রী? তারই খতিয়ান উঠে এলো সুপার মমতা গেমে।

তৃণমূলের ইশতেহারে রয়েছে, ১ দশকে ১১০ শতাংশ প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। শিক্ষা খাতে কন্যাশ্রী, সবুজসাথীর মতো একাধিক প্রকল্প, স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সাথী, এছাড়াও ত্রিফলা ল্যাম্পপোস্ট, মা ক্যান্টিনে ৫ টাকায় ভরপেট খাবার, বিনামূল্যে রেশন। গত ১ দশকের যাত্রা পথে একাধিক উন্নয়নের ছবি কার্টুন আকারে উঠে এসেছে ভিডিয়োতে। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি এবং সিপিএমের তৈরি করা একের পর এক হার্ডল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সুপার মমতা। শেষপর্যন্ত গড়ে ফেললেন তৃতীয় মমতা সরকার।
এর আগে প্রচারে নতুনত্ব আনতে একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূল। দোরগোড়ায় ভোট, তার আগে ভিডিয়ো গেমের দুনিয়ার জনপ্রিয় চরিত্রের আদলে সুপার মমতা বাজিমাত করতে পারে কিনা সেটাই এখন দেখার।

Comments are closed.