‘যদি তাজমহলকে রক্ষা করতে পারেন তা হলে তা করুন, নয়ত ভেঙে গুঁড়িয়ে দিন’। সুপ্রিমকোর্টের বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত বেঞ্চ ‘তাজমহল সুরক্ষা’ ইস্যুতে বুধবার এই ভাবেই তীব্র সমালোচনা করল কেন্দ্রীয় সরকারের। দুই বিচারপতির বেঞ্চ তীব্র ধিক্কার জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘মধ্যযুগের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক সৌধটির কাঠামো সংরক্ষণের বিষয়টি লক্ষ্যহীন হয়ে পড়েছে’। উত্তরপ্রদেশ সরকারের ভূমিকাকেও এদিন ভালোভাবে নেয়নি দেশের শীর্ষ আদালত। তাজমহলের সংরক্ষণ এবং সুরক্ষায় ‘ভিশন ডকুমেন্ট’ পেশ করতে না পারায় ক্ষোভ গোপন রাখেননি বিচারপতিরা। কেন্দ্রীয় প্রতিনিধিরা এদিন সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, আইআইটি কানপুরের একটি দল তাজমহল সংলগ্ন এলাকায় বায়ু দূষণের মাত্রা পরীক্ষা করে দেখছে। বায়ু দূষণের উৎস খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ কমিটি। কীভাবে দূষণের মাত্রা কমিয়ে তাজমহলকে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ওই কমিটি। বুধবার বিচারপতি লোকুর এবং বিচারপতি গুপ্তা কেন্দ্রীয় প্রতিনিধিদের উদ্দেশে বলেন, শুধু কথার কথা নয়, ঐতিহাসিক তাজকে সুরক্ষিত রাখতে কেন্দ্র কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং করতে চলেছে তার সবিস্তার রিপোর্ট বেঞ্চকে জানাতে হবে। আগামী ৩১ শে জুলাই থেকে তাজমহলের সুরক্ষা ইস্যুতে রোজ শুনানি শুরু হবে।
Comments