স্বস্তিতে ১৯ তৃণমূল নেতা-মন্ত্রী, সম্পত্তি বৃদ্ধি মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে তৃণমূলের ববি হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটকরা। ১৯ তৃণমূল নেতা-মন্ত্রীর নামে সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করেছে।

দ্রুতগতিতে ১৯ জন তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। কীভাবে সম্পত্তি বেড়েছে তা তদন্ত করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট ওই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেয়। যদিও আদালতের নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি পৃথক মামলা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। 

 

এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক স্বর্নকমল সাহা এবং অন্যান্যরা। হাইকোর্টে দায়ের হওয়া মামলকে ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতাদের আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী সুহানা মুখার্জি। এদিন সেই মামলাতেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Comments are closed.