পকসোয় বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টে করতে দেশের সমস্ত হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের

শিশুদের উপর হওয়া যৌন নির্যাতনের বিচার দ্রুত শেষ করতে দেশের সমস্ত হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের এক বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। দেশের হাইকোর্টগুলির উদ্দেশে জারি করা শীর্ষ আদালতের এই নির্দেশে বলা হয়েছে, পকসো আইনের আওতায় শিশুদের উপর যৌন নির্যাতনের বিচার বিশেষ ফার্স্ট ট্র্যাক আদালতে করতে হবে। দ্রুত শেষ করতে হবে বিচারপর্ব। এদিনের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে, অপ্রয়োজনীয়ভাবে মামলার শুনানি মুলতুবির কারণে বিচারপর্বে যাতে বিলম্ব না হয়, সেই জন্য যেন ট্রায়াল কোর্টগুলিকে নির্দেশ দেয় হাইকোর্ট। পকসো আইন মেনে মামলাগুলির বিচার ঠিক ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখতে তিন সদস্যের মনিটরিং কমিটি গড়ার জন্যও দেশের হাইকোর্টগুলিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
দেশের হাইকোর্টগুলির পাশাপাশি সমস্ত রাজ্যের পুলিশের ডিজিদেরও নির্দেশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে ‘পকসো’ মামলাগুলির তদন্ত স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.