দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ১০ জন সুপ্রিম কোর্টে আবেদন করেন। বুধবার সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের ওই বক্তব্য খারিজ করে দিয়ে বলে, আদালত হিংসা রোধ করতে পারে না। কিন্তু এখন হিংসা ছড়াচ্ছে না, এই যুক্তিতে দীর্ঘমেয়াদি স্থগিতাদেশও দিতে পারে না। প্রধান বিচারপতি এস এ বোবদে’র নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা জরুরি। দ্রুত এফআইআর-মামলার শুনানি শুরু হওয়া দরকার। সুপ্রিম কোর্ট আরও বলেছে, দিল্লি-হিংসা সংক্রান্ত অন্য মামলাগুলিও দ্রুত শুনতে হবে দিল্লি হাইকোর্টকে।
দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ১০ জন সুপ্রিম কোর্টে আবেদন করেন। বুধবার সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের ওই বক্তব্য খারিজ করে দিয়ে বলে, আদালত হিংসা রোধ করতে পারে না। কিন্তু এখন হিংসা ছড়াচ্ছে না, এই যুক্তিতে দীর্ঘমেয়াদি স্থগিতাদেশও দিতে পারে না। প্রধান বিচারপতি এস এ বোবদে’র নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা জরুরি। দ্রুত এফআইআর-মামলার শুনানি শুরু হওয়া দরকার। সুপ্রিম কোর্ট আরও বলেছে, দিল্লি-হিংসা সংক্রান্ত অন্য মামলাগুলিও দ্রুত শুনতে হবে দিল্লি হাইকোর্টকে।