শনিবারই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে, জানাল সুপ্রিম কোর্ট।

রাজ্যপাল সময় দিয়েছিলেন ১৫ দিন। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শনিবার বিকেলের মধ্যে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে। দেশের শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেল কংগ্রেস-জেডিএস জোট। কারণ, তারা বারবারই অভিযোগ করছিল, যেভাবে হোক সরকার টিকিয়ে রাখতে এক একজন বিধায়কেকে ১০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিচ্ছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দিয়ে রাজ্যপাল এই ঘোড়া কেনাবেচায় সুবিধেই করে দিয়েছেন বিজেপিকে। ১৬ তারিখই রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে জানিয়ে দিয়েছিলেন, বৃহস্পতিবার শপথ নিতে। তারপরই মাঝরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। শুক্রবার শুনানির পর সুপ্রিম কোর্ট জানাল, শনিবার বিকেল ৪টের মধ্যে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। বিরোধীদের বক্তব্য, ১০৪ আসনে জেতা বিজেপির পক্ষে কিছুতেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া সম্ভব নয়। কারণ, তাদের সঙ্গে কংগ্রেস-জেডিসের সমস্ত বিধায়কই আছেন। কেউ বিজেপির প্রলোভনে পা দেবেন না। বিধানসভায় আস্থা ভোট হলে কংগ্রেস-জেডিএস সরকার গঠন নিশ্চিত।

Leave A Reply

Your email address will not be published.