লখিমপুর কাণ্ডে আরও চাপে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট 

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কৃষক মৃত্যুর ঘটনায় ফের চাপ বাড়ল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। 

আন্দোলনরত ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগে গত ৯ অক্টোবর মন্ত্রী পুত্রকে গ্রেফতার করা হয়। সেই থেকে হাজতেই ছিলেন তিনি। কিন্তু ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ আশিসের জামিনের আবেদন মঞ্জুর করেন। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে তাঁকে প্রচারও করতে দেখা যায়। যা নিয়ে সে সময়ে ততুমুল বিতর্ক দানা বাঁধে। এর মধ্যেই এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত কৃষক পরিবারের সদস্যরা। এদিন সেই মামলার শুনানিতেই মন্ত্রীর ছেলের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ফের একবার আশিস মিশ্রকে জেলে যেতে হবে। 

উল্লেখ্য গত ৩ অক্টোবর যোগী রাজ্যের লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন সেই মিছিলের মধ্যে গাড়ি চালিয়ে চার কৃষককে খুন করার অভিযোগ ওঠে আশিস মিশ্রের বিরুদ্ধে। নারকীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ঘটনার ৬ দিন পর মূল অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। 

Comments are closed.