করোনা বিপর্যয়ে মোদীকে দায়ী করে পরিবার পিছু ৭৫০০ টাকা অনুদানের দাবি সূর্যকান্ত মিশ্রের

ভারতে লকডাউনের কারণে শুধুমাত্র এপ্রিল মাসে কাজ হারিয়েছেন ৭৩.৫ লক্ষ মানুষ। গোডাউনে পচে যাচ্ছে কোটি কোটি টন খাদ্যশস্য। কিন্তু তা বিলি করা হচ্ছে না গরীবদের মধ্যে। টুইট সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের।
বৃহস্পতিবার টুইটে প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি করেন, আয়কর দিতে হয় না এমন পরিবারকে মাসে ৭৫০০ টাকা করে দেওয়া হোক। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কথা উল্লেখ করে টুইটে তিনি হ্যাশট্যাগ করেন #VistaNahiVaccine।

টুইটে কয়েকটি ছবি তুলে ধরেন। সেই ছবিগুলির মাধ্যমে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য দেশের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন বলে দাবি। তাঁর অভিযোগ,একমাত্র মোদীর কারণে দেশ আজ অক্সিজেন সঙ্কটে ভুগছে, হাসপাতালগুলিতে বেডের অমিল। ভ্যাকসিন পাচ্ছেন না মানুষ। ফলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।
এই করোনা কালে বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন রেড ভলান্টিয়ার্সরা। রোগীকে হাসপাতালে পৌঁছোনো, অক্সিজেনের ব্যবস্থা কোনও কিছুতেই পিছিয়ে থাকছেন না বামদের রেড ভলেন্টিয়ারস। নিজেদের সাধ্যমতো কোভিড রোগীদের বাচাতে আপ্রাণ লড়ে যাচ্ছেন রেড ভলান্টিয়ার্সরা। টুইটেও সেকথা জানাতে ভোলেননি সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু আমদের দাবি হল কোভিড পরীক্ষা আরো বেশি করে করতে হবে। দেশের সব মানুষকে ভ্যাকসিন দিতে হবে। রোগীর সেবায় সঠিক পরিষেবা চাই। দাবি সূর্যকান্ত মিশ্রের।

দিল্লির প্রাণকেন্দ্রে ২০ হাজার কোটি টাকা বাজেটের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির নতুন বাসভবন ছাড়াও নতুন সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা হয়েছে এই প্রকল্পে। দেশের অতিমারি পরিস্থিতিতে ভিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বামেদের পক্ষ থেকেও ঐশী ঘোষ, মহঃ সেলিম সূর্যকান্ত মিশ্ররা হ্যাশট্যাগে ব্যবহার করছেন #VistaNahiVaccine।

Comments are closed.