অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান সুস্মিতা দেবের, মমতার সঙ্গে সাক্ষাৎ

অবশেষে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব। সোমবার অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে এসে দেখা করেন সদ্য কংগ্রেস ত্যাগী মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। এরপরেই তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তাঁর যোগদানের কথা জানানো হয়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর একটি ছবিও পোস্ট করা হয়। এদিন নবান্নে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। জানা গেছে মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের হয়ে সাংবাদিক বৈঠকও করবেন সুস্মিতা। ২০১৪ সালে অসমের শিলচর থেকে কংগ্রেসের সাংসদ হন তিনি। কিন্তু ২০১৯ সালের ভোটে পরাজিত হন। সাম্প্রতিককালে দলের সঙ্গে তাঁর দুরত্ব বেড়েছিল। তাঁর কথায় গুরুত্ব কম দিচ্ছিল কংগ্রেস। এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান তিনি।

ত্রিপুরার মাটি শক্ত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। এবার তাঁদের লক্ষ্য অসম। তাই অসমে জমি শক্ত করতে গেলে সুস্মিতা দেবের ভূমিকা হবে অনস্বীকার্য বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অসমে অখিল গগৈকে দলে আহ্বান করেছে তৃণমূল। নির্দল সাংসদ নবকুমার সারানিয়াকেও ডাকা হয়েছে তৃণমূলে যোগদানের জন্য।

Comments are closed.