‘CBI তদন্ত চাইলে সব’কে দুনিয়া থেকে সরিয়ে দেব” মাঝরাতে আনিসের দাদাকে ফোনে হুমকি   

রাত তখন ১টা ৪। আনিসের দাদার কাছে একটি হুমকি আসে। ফোনের অন্যপ্রান্তে থাকা ব্যক্তি আনিসের দাদাকে হুঁশিয়ারি দেন, তাঁরা যদি সিবিআই তদন্ত চায় তাহলে আনিসের মতোই পরিবারের বাকিদেরও পরিণত হবে। আমতার ছাত্র নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন আনিসের দাদা সাবির খান। তাঁর আরও অভিযোগ, আনিসকে যাঁরা খুন করেছেন তাঁরাই এই হুমকি ফোন করেছেন। 

সোমবার রাত থেকেই সিট আনিস কাণ্ডের তদন্ত শুরু করেছে। তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড সহ আমতা থানার আধিকারিকদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী। আনিসের বাড়িতেও আসেন তাঁরা। এরকম একটি উচ্চ পর্যায়ে তদন্ত যেখানে শুরু হয়েছে, সেখানে এধরনের হুমকি ফোন আসায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও নিহত ছাত্রনেতার পরিবার প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে অনড়। সিটের সদস্যরা বাড়িতে গেলে খান পরিবার তাঁদের স্পষ্ট জানিয়ে দেয়, সিটে তাঁদের আস্থা নেই। মুখ্যমন্ত্রীকেও ফোন করে আবেদন করবেন যাতে এই ঘটনার সিবিআই তদন্ত হয়। 

এদিন হুমকি ফোন পাওয়ার পরেও সেই দাবি’র প্রতিধ্বনি শোনা গেল পরিবারের লোকজনের কণ্ঠে। আনিসের দাদা সাফ জানিয়ে দেন, তাঁদের পুলিশের উপর আস্থা নেই। তাই হুমকি-ফোন নিয়ে আমতা থানায় কোনও অভিযোগে তাঁরা দায়ের করবেন না। 

Comments are closed.