শুধু ভবানীপুরেই ভোট কেন? উপনির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ দিলীপ-শুভেন্দুর

ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সামশেরগুঞ্জ এবং জঙ্গিপুরের উপনির্বাচন নিয়ে কিছু না বললেও ভবানীপুরে ভোট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকেই কার্যত কাঠ গোড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কমিশনের সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে। তিনি বলেন, রাজ্যে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। কিন্তু কেন শুধুমাত্র একটি কেন্দ্রে ভোট ঘোষণা করা হল?

এদিন দিলীপ ঘোষের সুরেই উপনির্বাচনের দিন ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এদিন শুভেন্দু বলেন, অন্যান্য কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা না করে কেন শুধু ভবানীপুরের ভোটের দিন ঘোষণা করা হল এর উত্তর একমাত্র কমিশনই দিতে পারবে।

রাজ্যে দ্রুত উপনির্বাচন করানো নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের ব্যাখ্যা, রাজ্যে এখনও করোনা পরিস্থিতি রয়েছে, এই আবহে ভোট করানোর কোনও যুক্তি নেই। যেখানে স্কুল- কলেজ, লোকাল ট্রেন এখনও বন্ধ, সেখানে ভোট কীভাবে হতে পারে।

তবে তৃণমূল শুরু থেকেই উপনির্বাচনের পক্ষে সওয়াল করে এসেছে। রাজ্যে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন এবং দুই কেন্দ্রে বকেয়া ভোট করানো নিয়ে একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছে। ঘাসফুল শিবিরের যুক্তি, যখন রাজ্যে তুঙ্গে করোনা সংক্রমণ ছিল তখন আটদফায় নির্বাচন করেছে কমিশন। এখন করোনা সংক্রমণের হার ১% এর কাছাকাছি। ভোট করানোর মতো অনুকূলে পরিস্থিতি রয়েছে রাজ্যে।

Comments are closed.