“Extraordi-নারী” মাসি আর পুতুলদি-কে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা স্বস্তিকার

মা বাবার পর স্বস্তিকার সবচেয়ে কাছের মানুষ এখন তাঁরাই।

আজ আন্তর্জাতিক নারী দিবস। তারকা মহলে নারী দিবসে ঝড় উঠেছে। কেউ নিজেকে নিয়ে, কেউ বা মাকে ‘আদর্শ নারী’ লিখে সোশ্যাল ওয়ালে পোস্ট করছে। সেই নারী দিবসে স্বস্তিকা মুখার্জি জীবনে extraordi-নারী পুতুলদি আর মাসিকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানালেন।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলের একগুচ্ছ ছবি দিয়ে একটি টুইট করেন অভিনেত্রী। রঙিন ফ্রেমে অভিনেত্রী স্বস্তিকাকে দেখা যাচ্ছে তাঁর কাছের মানুষ মাসি ও পুতুলদির সঙ্গে। ছবির ক্যাপশনে লিখছেন, “সোজা পথে হোচট না খেয়ে এগোনোর জন্য নিজের ডানদিক বাঁদিকটা ঠিক থাকাটা ভীষণ জরুরী। আমার ডান দিকে মাসি বাঁদিকে পুতুলদি। তুলোয় করে রাখে আমাদের। নারী দিবসে গালভরা কথা লিখতে পারবো না। তবে এই দুজনের কথা বলতেই পারি যারা আমার extraordi-নারী!” নারী দিবসে লম্বা একটি পোস্টে তার জীবনে “মাসি আর পুতুলদি”-র প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন স্বস্তিকা মুখার্জি।

বহু আগেই মাকে হারিয়েছেন স্বস্তিকা। গতবছর স্বস্তিকাকে একলা রেখে চলে গেলেন বাবা সন্তু মুখোপাধ্যায়। মা-বাবা হারা স্বস্তিকাকে এখন তুলোয় মুড়ে রাখে “মাসি ও পুতুলদি”। মা বাবার পর সবচেয়ে কাছের মানুষ এখন তাঁরাই।

Comments are closed.