তালিবানের হাতে খুন হলেন আমরুল্লাহ সালেহর দাদা, পঞ্জশিরে মাটি কামড়ে লড়াই জারি নর্দান এলায়েন্সের 

তালিবানরা আগেই তাঁর বোনকে হত্যা করেছিল, এবার জিহাদিদের হাতে প্রাণ খোয়ালেন আমরুল্লাহ সালেহর দাদা। নিজেকে তালিবানের অধীনে থাকা আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন সালেহ। জিহাদিরা গোটা আফগানিস্থান দখল করলেও আমরুল্লাহ সালেহ এবং আহেমদ মাসুদের নেতৃত্বে নর্দান এলায়েন্স যুদ্ধ জারি রেখেছিল। জানা গিয়েছে আমরুল্লার দাদা রুহুল্লা সালেহ খুন হয়েছেন তালিব সেনাবাহিনীর হাতে।  

গত ৬ সেপ্টেম্বর তালিবান ঘোষণা করে তারা পঞ্জশির দখল করেছে। পাল্টা তালিবদের দাবি উড়িয়ে নর্দান এলায়েন্স দাবি, তারা যুদ্ধ জারি রেখেছে। তালিবদের কাছে মাথা নোয়াবে না পঞ্জশির। দাবি পাল্টা দাবির মধ্যেই সম্প্রতি ফের পঞ্জশির আক্রমণ করে তালিবান। সূত্রের খবর, আমরুল্লাহ সালেহর ঘাঁটিতে আক্রমণ চালায় জিহাদিরা। সেই সময় সালেহের বাহিনী এবং তালিবানদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষেই সালেহ-এর দাদা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

তালিবানরা কাবুল দখলের পর পঞ্জশিরে চলে যান আমরুল্লাহ সালেহ। পঞ্জশির থেকেই তালিবানের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দিতে থাকেন তিনি। গোটা আফগানিস্তানের দখল নিলেও পঞ্জশির দখল নিতে রীতিমত বেগ পেতে হচ্ছে তালিবদের। এই আবহে শোকের ছায়া সালেহ শিবিরে।       

Comments are closed.