অপরহরণ করা হয়নি, আটক ভারতীয়দের মুক্তি দিয়ে বিবৃতি প্রকাশ তালিবানের

আটক ভারতীয়দের মুক্তি দিল তালিবান। শনিবার সকালেই খবর পাওয়া যায়, কাবুল বিমানবন্দরের কাছ থেকে ১৫০ জনকে আটক করে তালিনাব বাহিনী। যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয়। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায়। ভারতীয়দের পাশাপাশি তালিবানদের কব্জায় বন্দি হন শিখ আফগানরাও।

জানা যায়, শনিবার সকালে কাবুল বিমান বন্দরের সামনে থেকে ১৫০ জনকে আটক করে নিয়ে যায় তালিবানের সশস্ত্র বাহিনী। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারেও কিছু জানা যায়নি প্রথমে।

যদিও খবর প্রকাশের পরেই অপহরণের অভিযোগ অস্বীকার করেন তালিবান মুখপাত্র আহমদুল্লা ওয়াসিক। তিনি একটি বিবৃতি দিয়ে জানান, ভারতীয়দের অপরহরণ করা হয়নি। তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার হয়েছে। বিমানবন্দরের ভিতরে নিরাপদ স্থানে ভারতীয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, ভারতীয়দের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তালিবান সেনা। তারপর তাঁদের মুক্তি দেওয়া হয়।

এদিকে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। নয়া দিল্লি সূত্রে খবর, কাবুল বিমান বন্দরে বড় বিমান ওঠা নামায় অসুবিধা হচ্ছে। সে কারণে নাগরিকদের ফেরাতে পরিকল্পনা বদল করা হয়েছে। আটকে থাকা ভারতীয়দের ছোটো ছোটো দলে ভাগ করে ফিরিয়ে আনা হবে। বায়ুসেনার ওয়ান থার্টি জে বিমানকে এই কাজে ব্যবহার করা হচ্ছে।

শনিবারও প্রায় ৯০ জন ভারতীয়কে উদ্ধার করে তাজিকিস্তানে আনা হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদেরও শীঘ্রই ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছে নয়া দিল্লি।

Comments are closed.