বড় দিনের আগে জাঁকিয়ে শীত নাকি তাপমাত্রা বাড়বে! যা জানাল হাওয়া অফিস 

বড় দিনে চেনা ছন্দে থাকবে শীত নাকি তাপমাত্রা কিছুটা বাড়বে! এই নিয়ে এখন সংশয়ে শীতপ্রেমীরা। এর মধ্যেই কিছুটা মনখারাপের খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনের মধ্যে কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনকি স্বাভাবিকের ওপরেও উঠতে পারে তাপমাত্রা। গত কয়েকদিন যেভাবে জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছিল, তা খানিকটা থমকাতে পারে। 

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকই। তবে আগামী দিনে দুয়েকের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গে বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা বেশখানিকটা কম। ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাকি পশ্চিমের জেলাগুলোতেও জাঁকিয়ে শীত পড়েছে। তবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা  আংশিক বাড়বে। 

এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং-এর তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও জাঁকিয়ে শীত পড়েছে। তবে রাজ্যের কোথাও এই মুহূর্তের বৃষ্টির সম্ভাবনা নেই। 

Comments are closed.