মণিপুরে ভয়াবহ ভূমিধস, কমপক্ষে ২ জন মৃত, নিখোঁজ বহু

মণিপুরে ভয়াবহ ধস। মৃত্যু হয়েছে ১ জনের। বৃহস্পতিবার মণিপুরের ননি জেলায় ভূমিধস হয়। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধারকাজে ইতিমধ্যে নেমেছে ভারতীয় সেনা বাহিনী ও আসম রাইফেলের জওয়ানরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বুধবার মধ্যরাতে ননী থানা এলাকার টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রকশন ক্যাম্পের কাছে। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও। তামেংলং এবং ননি জেলার কাছে ইজাই নদীর ওপর ধ্বংসাবশেষ পড়ে একটি বাঁধ তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে এটি ভেঙে গেলে নোনি জেলার নিচু এলাকাগুলি ভেসে যাবে।

ননি জেলা প্রশাসনের তরফে সম্ভব হলে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদেরও NH 37 (ইম্ফল-জিরি হাইওয়ে) এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিন সকাল ৫.৩০ পর্যন্ত, ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের ননি আর্মি মেডিকেল ইউনিটে আহতদের চিকিৎসা চলছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।

স্থানীয়দের মতে, বেশ কয়েকদিন ধরে মণিপুরে ভারী বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দফতরের তরফে আগেই সতর্ক করা হয়েছিল। এই সময় ধসের প্রবণতা অনেকটাই বেশি থাকে।

Comments are closed.