বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরেছে আর্জেন্টিনা দল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছেই, মেসির গোল বাতিলের দাবি

বিশ্বকাপে জয় হয়েছে আর্জেন্টিনার। কিন্তু ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। ম্যাচের মেসির দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ফরাসী ফুটবলপ্রেমী ছাড়াও অন্য দেশের অনেকে মনে করছে ওই গোলটি বাতিল করা উচিত ছিল।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় গোলের ভিডিও শেয়ার করে সরব হয়েছেন অনেকে।

ফরাসী সংবাদমাধ্যগুলিও এই দাবিতে সরব হয়েছেন। ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ের খেলায় ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। ঠিক সেসময় উল্লাসে মাঠে নেমে পড়েন আর্জেন্টিনা দলের অতিরিক্ত খেলোয়াড়রা।

এ নিয়ে আর্জেন্টিনার করা শেষ গোল বাতিলের দাবি তুলেছেন অনেকেই। তাদের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

Comments are closed.