দেশজুড়ে ফের উর্দ্ধমুখী কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিতের সংখ্যা ৫ হাজার পেরিয়ে গেল

ফের চোখ রাঙানি করোনা ভাইরাসের। দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল পাঁচ হাজার। দেশজুড়ে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩০০ জন। যা একদিনে বেড়েছে ১০০০ জন। বেড়েছে মৃতের সংখ্যাও। কোভিড সংক্রমিত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে  অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৮৭ জন। যারমধ্যে সর্বাধিক অ্যাক্টিভ রোগী রয়েছেন কেরলে। কেরলে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ হাজার ২২৯ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৭৪ জন। এরপরেই রয়েছ দিল্লি। দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ হাজার ৭৯৫ জন। সারা দেশে ১.৬ লক্ষ কোভিড পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

দেশের অনেক রাজ্যেই কম বেশি সংক্রমিত হলেও কয়েকটি রাজ্যে তা উল্লেখযোগ্য ভাবে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেশি রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, হিমাচল প্রদেশে।

Comments are closed.