বাংলায় মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যের কলেজগুলিতে বাড়ছে আসন সংখ্যা

বাংলায় বাড়ছে মেডিক্যাল পড়ুয়াদের আসন সংখ্যা। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ৬৫০ আসন বাড়ছে। মেডিক্যাল পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ছে রাজ্যের ১৭ টি মেডিক্যাল কলেজে। শুক্রবার ৮টি মেডিক্যাল কলেজের সঙ্গে একটি বৈঠক করবে স্বাস্থ্যভবন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে, কলকাতা ন্যশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, আর জি কর সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ছে। আসন সংখ্যা বৃদ্ধির তালিকায় আছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজ, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজের নাম।

বেশি আসন বাড়ছে জেলার মেডিক্যাল কলেজগুলিতে। জানা গিয়েছে, ৮২ টি আসন বাড়ছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। মালদা, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়াতেও ৮২ টি আসন বাড়ছে। মুর্শিদাবাদে বাড়ছে ৬২টি আসন। সাগরদত্ত মেডিক্যাল কলেজে বাড়ছে ৪৮টি আসন। এসএসকেএম হাসপাতালে ১২ টি করে আসন বাড়তে চলেছে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮টি আর কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজ ও নীলরতনে ৪টি করে আসন বাড়তে চলেছে।

Comments are closed.