আন্তর্জাতিক স্তরে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন বাংলার গৃহবধূ

বাংলার সাধারণ পরিবারের গৃহবধূ খেলতে যাচ্ছেন আন্তর্জাতিক স্তরে। মালদার বাসিন্দা তনুশ্রী লালা। ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চাম্পিয়নশিপ প্রতিযোগিতার দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর এরপরেই তিনি সুযোগ পেয়ে যান আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় খেলার। এর আগেও জাতীয় স্তরে দু’বার সোনা পেয়েছেন তিনি।

২০ এবং ২২মে তামিলনাড়ুতে ৪১তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করে পরপর দুটি জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে সেরা হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেয়েছেন মালদার তনুশ্রী লালা। তার এই সাফল্যে খুশি ক্রীড়ামহল।

তাঁর এই সাফল্যে রীতিমত খুশি মালদার ক্রীড়ামহল। তাঁর কোচ জানিয়েছেন, ছোটবেলায় খেলতেন তিনি। এরপর বিয়ে হয়ে যায়। প্রায় ১৯ বছর মাঠে ফিরে আসার পরেই আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন তিনি। এই জন্য খুশি মালদাবাসী। তনুশ্রী লালাও জানিয়েছেন,তাঁর মূল লক্ষ্য আন্তর্জাতিক স্তরে খেলার।

মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, ওই মহিলার অনুপ্রেরণা থেকেই অন্যান্য ক্রীড়াবিদদের উৎসাহ বাড়বে। তনুশ্রীর এই সাফল্যে আমরা খুশি। তিনি তার সাফল্যের মাধ্যমে মালদার নাম তুলে ধরেছেন।

Comments are closed.