কোভিড আতঙ্ক কাটিয়ে আগামী সপ্তাহ থেকেই চলবে ভারত-বাংলাদেশ ট্রেন

১ জুন থেকে চালু হচ্ছে ভারত ও বাংলাদেশ মিতালি এক্সপ্রেস। আর এই মাসের ২৯ তারিখেই চাকা গড়াবে বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস। বুধবার একথা জানিয়েছে রেলমন্ত্রক। কলকাতা স্টেশন থেকে গেদে-দর্শনা হয়ে ঢাকাগামী চলে মৈত্রী এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে খুলনা যায় বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাউগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে ঢাকা যায় মিতালি এক্সপ্রেস। ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। করোনার জেরে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় তাঁরা চরম সমস্যায় পড়েছিলেন। দুদেশের রেল মন্ত্রকের আলোচনার ভিত্তিতে অবশেষে চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস।

ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দুদেশের ট্রেন চলাচল। করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই দুদেশের মানুষ ট্রেন চালু করার দাবি জানাচ্ছিলেন। সেই দাবি মেনে ১ জুন থেকে শুরু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের উপলক্ষ্যে চালু করা হয়েছিল মিতালি এক্সপ্রেস। ট্রেন চলাচল চালু হলে দুদেশেরর সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা ভারতীয় রেলের।

Comments are closed.