১ মে থেকে সারাদিন ৩ ঘণ্টা বন্ধ থাকবে এই রুটের মেট্রো

জোকা-তারাতলে মেট্রো লাভের মুখ দেখছে না। তাই নয়া সিদ্ধান্ত নেওয়া হল। ১ মে থেকে এই রুটে সারাদিন ৩ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেট্রো। বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টা ৫৫ মিনিটে। আর শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪ টে ২০ মিনিটে। অন্যদিকে তারাতলা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯ টা ২০ মিনিটে আর শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪ টে ৪০ মিনিটে।

এখন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করে। গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটের মেট্রোর ভার্চুয়ালি সূচনা করেছিলেন। ২ জানুয়ারি যাত্রীদের জন্য খুলে যায় জোকা-তারাতলা রুটের মেট্রো। কিন্তু পরিষেবা চালু হলেও যাত্রীদের অভিযোগ ছিল, এক ঘণ্টা অন্তর মেট্রো চলাচল করায় সমস্যায় পড়তে হচ্ছিল। এরফলে এই মেট্রো রুটে যাত্রী চলাচল কমে যায়। লাভের মুখ দেখছিল না রেল। তাই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হল।  পাশাপাশি এক মে থেকে এই রুটে সারাদিনে বাড়তি ১২টি ট্রেন চলবে। বর্তমানে ১২টি চলাচল করে। সেই সংখ্যা বেড়ে হবে ২৪টি। এর ফলে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ২০ মিনিট কমবে।

Comments are closed.