প্রবল গরমে জলের সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর চালু করলো পুরসভা

তীব্র দাবদাহ নাজেহাল গোটা বাংলা। এই অবস্থায় পানীয় জলের আকাল পড়ে গিয়েছে অনেক জায়গায়। এই অবস্থায় জল সরবরাহে যেন কোনও অসুবিধা না হয়, তাই বিশেষ উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। একটি হেল্পলাইন নম্বর চালু করেছে পুরসভা।

 

বলা হয়েছে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে জলের যাবতীয় সমস্যার কথা জানানো যাবে। হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩৩ ২৬৩৮-৩২১২ ও ০৩৩ ২৬৩৮-৩২১৩। হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানিয়েছেন, এই প্রবল গরমে সাধারণ মানুষের যেন জলের সমস্যা ভোগ না করেন, তাই জলের উৎপাদন বাড়ানো হয়েছে। প্রয়োজনে বিভিন্ন এলাকায় জলের গাড়িও পাঠানো হচ্ছে পুরসভার তরফে। সোমবার জলের সমস্যা নিয়ে হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ার ও জল বিভাগের আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠক থেকেই জলের সমস্যার সমাধান করতে হেল্পলাইন নম্বর খোলার কথা বলা হয়েছে।

 

উল্লেখ্য, হাওড়া পুর এলাকার নতুন করে যুক্ত হয়েছে ৬টি ওয়ার্ড। সেইসব ওয়ার্ডে জল সরবরাহের দায়িত্বে রয়েছে কেএমডিএ। জানা গিয়েছে, বুধবার হাওড়া পুরসভার আধিকারিকরা কেএমডিএ এর সঙ্গে একটি বৈঠক করবেন। আগামী দিনে ওইসব ওয়ার্ডে জলের সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হবে।

Comments are closed.