সুদূর ইংল্যান্ডে রেল স্টেশনের নাম লেখা হল বাংলা হরফে 

খাস কলকাতায় মেট্রো স্টেশনের নাম লেখার সময় ‘বাংলা’ ভাষাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে একাধিকবার সরব হয়েছেন অনেকে । এমনকী কলকাতাতেও সাইনবোর্ড, হোডিং, বিজ্ঞাপনে দীর্ঘদিন বাংলা ভাষা উপেক্ষিত। যা নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে অনুযোগ জানিয়ে এলেও পরিস্থিতি বিশেষ পাল্টায়নি। এই আবহে ইংল্যান্ডের একটি খবর মন ভালো করবে আপামর বাঙালির। রানীর দেশে আস্ত একটি রেল স্টেশনের নাম লেখা হল বাংলা হরফে। যা নিয়ে খুশির হওয়া দুই বাংলায়। 

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর নতুন করে পথ চলা শুরু করেছে ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেল স্টেশন। স্টেশনের নামকরণে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা ভাষাকে। ইংরেজির পাশপাশি বড় বড় বাংলা হরফেও লেখা হয়েছে স্টেশনের নাম। 

জানা গিয়েছে, হোয়াইটচ্যাপেল স্টেশনটি যে টাওয়ার হ্যামলেট অঞ্চলে অবস্থিত, তার সিংহভাগ বাসিন্দাই বাঙালি। মূলত বাংলাদেশের নাগরিক তাঁরা। যার ফলে এই অঞ্চলের অনেক দোকানের সাইনবোর্ডই লেখা হয় বাংলায়। এমনকি ওই অঞ্চলের ২৭টি গোষ্ঠীর মধ্যে ২৬টি বাঙালিদের নিয়ে তৈরি। 

স্টেশনটি নতুন করে শুরু হওয়ার সময়, শ্যাডওয়েলের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরীর টাওয়ার হ্যামলেটের মেয়রকে চিঠি লিখে আবেদন করেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি যেন বাংলা হরফে লেখা হয়। একই অনুরোধ করে তিনি চিঠি লেখেন লন্ডনের মেয়র এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের অফিসেও। জানা যায় তাঁর আবেদনে সাড়া দিয়ে ভাষা দিবসের দিনই ট্রান্সপোর্ট ফর লন্ডনের মুখপাত্র প্রতিশ্রুতি দেন, ওই স্টেশনের নাম বাংলা হরফে লেখা হবে। স্টেশনের শুরুতে তাই দেখা গেল। ইতিমধ্যেই বাংলা হরফে লেখা হোয়াইটচ্যাপেল স্টেশনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। 

 

Comments are closed.