শনিবার জোকা-তারাতলা রুটের মেট্রো চালুর খবর সম্পূর্ণ ভুয়ো, জানালো মেট্রো কর্তৃপক্ষ

খবর ছড়িয়েছিল শনিবার জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন হবে। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ। পূর্ব রেলের জনসংযোগ আধকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কেউ মজার ছলে এই খবর ছড়িয়ে দিয়েছিল। আর এরপরেই খবর হয়ে যায়। কিন্তু এই রুটের মেট্রো উদ্বোধন হচ্ছে না এখন। তবে কবে হবে তা জানাতে পারেননি পূর্বে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

শনিবার কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যায় অমিত শাহ নাকি জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন করবেন। কিন্তু সময় না থাকার কারণে এদিন উদ্বোধন হচ্ছে না এই রুটের মেট্রোর। জানা গিয়েছে রেলমন্ত্রকের নির্দেশ পেলে বড়দিনের আগেই উদ্বোধন হবে এই রুটের মেট্রোর।

ডিসেম্বরের শুরুতে এই রুটের মেট্রোর ভাড়া ঠিক করে মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া ৫ টাকা, আর সর্বোচ্চ ২০। জোকা থেকে তারাতলা পর্যন্ত আপাতত ৬ টি স্টেশনে যাতায়াত করবে এই মেট্রো। সেই স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালাবাজার ও তারাতলা। জানা গিয়েছে আপাতত সারাদিনে একটি মেট্রো চলবে।

Comments are closed.