দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনের সামনে বৃদ্ধা! প্রাণ বাঁচালো রেল পুলিশ, দেখুন ভিডিও

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক বৃদ্ধা। আর সেই ভিডিও টুইটারে শেয়ার করলেন ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়েজ। টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে দ্রুত গতিতে ছুটে চলেছে এক এক্সপ্রেস ট্রেন। ট্রেনের সামনে পড়ে গিয়েছেন এক বৃদ্ধা। ট্রেনটি প্ল্যাটফর্ম দিয়ে ছুটে যাওয়ার কিছু সময় আগে ওই বৃদ্ধাকে লাইনে দেখে ফেলেন এক আরপিএফ। তিনি ট্রেন আসার ঠিক আগেই নিজের প্রাণের ভয় না করে লাইনে নেমে টেনে তোলেন ওই বৃদ্ধাকে। রেল পুলিশের এই মানবিকতার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে, এই ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির ললিতপুরা স্টেশনে। রাতে ঘটে যাওয়া এই ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর সেই ভিডিও টুইটারে শেয়ার করেছে মিনিস্ট্রি ওফ রেলওয়ে। টুইটারে জানানো হয়েছে, ঝাঁসি ডিভিশনের ললিতপুর স্টেশনে লাইন পার হওয়ার সময় এক বয়স্ক মহিলা পড়ে যান। তাঁকে প্রাণে বাঁচান সেখানে মোতায়েন রেলওয়ে নিরাপত্তা কর্মীরা। সকলকে এক প্লাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয় টুইটারের মাধ্যমে।

উল্লেখ্য, গত বছর বাংলার পুরুলিয়া রেল স্টেশনে রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচে এক বৃদ্ধর৷ ট্রেন থেকে আচমকা পড়ে যান তিনি৷ প্ল্যাটফর্মে উপস্থিত রেল পুলিশ কার্তিক প্রামানিকের নজরে পড়তেই প্রাণ বেঁচে যায় তাঁর৷ রেল পুলিশকে ধন্যবাদ জানান ওই বৃদ্ধ৷

Comments are closed.