দেওঘরের স্মৃতি উসকে দিয়ে হিমাচলে মাঝ আকাশে যাত্রী সমেত আটকে রোপওয়ে

ফের রোপওয়ে বিভ্রাট। হিমাচলের সোলানে রোপওয়ের মধ্যে আটকে ৭ জন যাত্রী। প্রায় দুঘণ্টা ধরে রোপওয়েতে আটকে রয়েছেন ৯ জন পর্যটক। হেলিকপ্টারের তাঁদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

সোমবার সোলানের পারওয়ানের টিম্বার ট্রেল রোপওয়েতে এক পাহাড় থেকে এরেক পাহাড়ে যাওয়ার পথে আটকে পড়েন ১১ জন যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন ২ জন প্রবীণ নাগরিক ও ৪ জন মহিলা। তাঁদের মধ্যে আটকে থাকা মহিলাদের আগে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ৪ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে মাঠে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সোলান জেলার পুলিশ সুপার জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছারাও ঘটনাস্থলে গিয়েছে, টিম্বার ট্রেইলে টেকনিক্যাল টিম ও স্থানীয় পুলিশ। কয়েকবছর আগে পারওয়ানের টিম্বার ট্রেল রোপওয়েতে একটি দুর্ঘটনায় ১১ জন যাত্রী আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়। কিন্তু মৃত্যু হয়েছিল ১ জনের। গত এপ্রিল মাসেও দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় তিন জন পর্যটকের মৃত্যু হয়।

Comments are closed.