আলু চাষীদের ক্ষতিপূরণ বাবদ ১১২.৮৮ কোটি টাকা দেবে রাজ্য সরকার, জানালেন কৃষিমন্ত্রী

দাম বেড়েছে আলুর। বাজারে চন্দ্রমুখী, জ্যোতি সব আলুর দাম আকাশছোঁয়া। জানা গিয়েছে, আলু চাষে ক্ষতি হয়েছে কৃষকদের। তাই দাম ক্রমশ বেড়েই চলেছে। এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বুধবার কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি জানিয়ে দিলেন, আলু চাষীদের ক্ষতি পূরণ বাবদ ১১২.৮৮ কোটি টাকা দেওয়া হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী আরও বলেন, এখনও পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ ৬৩.৭৭ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট ক্ষতিপূরণ দেওয়া হবে ১১২.৮৮ কোটি টাকা। ১.৪৩ লক্ষ আলু চাষী রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন। এরমধ্যে ৯৪ হাজার ৮৮৬ জন আলু চাষী ক্ষতিপুরণের টাকা পেয়ে গিয়েছেন। বাকিরা ৩ দিনের মধ্যে ক্ষতিপূরণ পেয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

আলুর দাম বৃদ্ধি নিয়ে আলু চাষীরা জানিয়েছেন, প্রথমে যে আলুর বীজ লাগানো হয়েছিল, অসময়ের বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। এর পর আবার নতুন করে বীজ কিনে জমিতে লাগানো হয়। এতে দ্বিগুণ খরচ হয়ে যায়। তাই দাম না বাড়ানো ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় ছিল না।

Comments are closed.