রাতে গ্রামে যাওয়ার থাকে না কোনও গাড়ি, গ্রামবাসীর জন্য নিজের বাড়িতেই বিনামূল্যে গেস্ট হাউজ খুললেন মহান ব্যক্তি

মালদার হবিবপুর থানার ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যে নামতেই পাওয়া যায়না কোনও গাড়ি। থাকে না কোনও খাবারের দোকান। তাই নিজের বাড়িতেই গেস্ট হাউজ বানিয়ে, সেখানের বিনা পয়সায় মানুষকে খাবার খাইয়ে নজির গড়লেন নিখিল রায়।

এই এলাকায় নেই আর কোনও গেস্ট হাউজ বা হোটেল। মালদার হবিবপুর ব্লকের ১২ মাইল এলাকাটি ৩৫টি গ্রাম নিয়ে। যোগাযোগের ব্যবস্থা বলতে ১২ মাইল বাসস্ট্যান্ড। রাত ৯ টা পর্যন্ত বাসস্ট্যান্ড দিয়ে বাস গেলেও গ্রামের ভিতরে যাওয়ার শেষ গাড়ি সন্ধ্যা ৭টা। তাই সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। রাতের দিকে গ্রামে ফিরতে না পারলে খালি পেটে রাস্তার ধারে দিন কাটাতে হত গ্রামবাসীদের। সমাধানের জন্য এগিয়ে আসেন নিখিল বাবু। নিজের ভাঙাচোরা বাড়িতেই খুলেছেন গেস্ট হাউস। সেখানে বিনামূল্যে থাকার পাশাপাশি অতিথিদের রাতে খাবারও দেন।

১২ মাইল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নিজের ভাঙা বাড়িতেই খুলে ফেলেছেন গেস্ট হাউজ। বাড়ির বাইরে একটা ফ্লেক্স লাগিয়ে রেখেছেন তিনি। সেখানে লেখা, রাতে বাড়ি যেতে না পারলে থাকার জায়গা আমার বাড়িতে, খেতে দেব, পয়সা লাগবে বা। তিনি জানিয়েছেন, মানুষের কষ্টে তাঁর মন কেঁদে ওঠে। তাই কোনও সরকারি সাহায্য ছাড়াই ১ বছর ধরে এই কাজ করছেন তিনি। ভিডিও সাহেব বলেছেন, এবার থেকে লোক রাখতে হলে আধার কার্ড, ভোটার কার্ড দেখে আশ্রয় দিতে। তাই এখন তাঁর বাড়িতে থাকার আগে শুধুমাত্র একটা শর্ত সঙ্গে থাকতে হবে ভোটার কার্ড ও আধার কার্ড।

নিখিল বাবুর এই উদ্যোগে খুশি এলাকাবাসী, খুশি গ্রামবাসীরা। সাধুবাদ জানিয়েছেন দূর দূরান্ত থেকে আসা মানুষরা।

Comments are closed.