কাশ্মীরে সেনা গাড়ি লক্ষ্য করে পাথর, জওয়ানদের গুলিতে তিনজনের মৃত্যু।

সেনার গুলিতে ফের উপত্যকায় মৃত্যু হল তিন সাধারণ নাগরিকের। সেনাবাহিনীর গাড়ি ঘিরে পাথর ছুড়ছিল জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনা। তাতেই তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানি অঞ্চলে। মৃতদের মধ্যে রয়েছে ১৬ বছরের এক কিশোরীও। বাকিরা হলেন শাকিরা আহমেদ (২২), ইরশাদ মাজিদ (২০)। সূত্রের খবর, গন্ডগোলের সূত্রপাত শনিবার সকাল থেকেই। কুলগাম জেলার রেডওয়ানি অঞ্চলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, গোপন সূত্রে এই খবর পেয়ে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা। অভিযোগ, এই সময়ে হঠাৎ করেই সন্দেহভাজন জঙ্গিদের পালানোর পথ করে দিতে সেনাদের ওপর পাথর নিক্ষেপ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান সেনা জওয়ানরা। সংবাদসংস্থা সূত্রে খবর, সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। যাঁর মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দু’জন। কুলগাম, অনন্তনাগে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

Leave A Reply

Your email address will not be published.