দেশের মতোই গোয়াতেও বিজেপির বিরুদ্ধে লড়তে জোটের পথে তৃণমূল; সৈকত শহরে ‘MGP’-এর সঙ্গে হাত মেলাল ঘাসফুল শিবির 

২০১৭ সালে গোয়াতে বিজেপিকে সরকার তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করেছিল সুধীন ধাভিলকরের মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি(MGP)। এবার সেই এমজিপি হাত ধরল তৃণমূলের। 

গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী তথা সাংসদ মহুয়া মিত্র সোমবার আনুষ্ঠানিক ভাবে এই জোটের কথা ঘোষণা করেন। এদিন মহুয়া বলেন, তৃণমূলের লড়াইয়ের শক্তি এবং এমজিপি-র সঙ্গে গোয়ার মানুষের গভীর সম্পর্ক। দুইয়ে মিলে বিজেপিকে হারাতে আমরা প্রস্তুত। গোয়ার মানুষ বিজেপি-র বিকল্প সরকারের অপেক্ষা করছেন। 

২০১৭ সালে এমজিপি-র সাহায্যে গোয়ায় সরকার গড়েছিল বিজেপি। সুধীন ধাভিলকর গোয়া মন্ত্রীসভাতেও জায়গা পান। যদিও ২০১৯ সালে এমজিপি-র দু’জন বিধায়ক বিজেপিতে যোগ দিলে, সুধীনকে মন্ত্রীসভা থেকে সরানো হয়। সূত্রের খবর, তখন থেকেই বিজেপির সঙ্গে এমজিপি-র সম্পর্কের চিড় ধরে। 

জানা হয়েছে, দুই দলের এই জোটের নেপথ্যে প্রধান ভূমিকা নিয়েছেন, গোয়ার প্রাক্তন মূখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো। 

উল্লেখ, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিগুলিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলনেত্রীর দেখানো পথেই গোয়াতেও একই রণকৌশল নিচ্ছে ঘাসফুল শিবির। 

Comments are closed.