তৃণমূলের জাতীয় কর্মসমিতির ঘোষণা, তালিকায় অভিষেক সহ ১৯; জানালেন পার্থ চ্যাটার্জি 

শনিবার কালীঘাটের হাইভোল্টেজ বৈঠক থেকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পার্থ চ্যাটার্জি। কর্ম সমিতিতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের আরও ১৮ জন নেতা রয়েছেন। 

কর্মসমিতি ঘোষণা হলেও কে কোন পদে থাকবেন তা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেননি  দল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, আপাতত দলের সব পদেরই অবলুপ্তি করা হয়েছে। কে কোন দায়িত্বে থাকবেন তা ঠিক করবেন মমতা ব্যানার্জি। 

এদিন পার্থ চ্যাটার্জি বলেন, দলের সংগঠনিক নির্বাচন থেকে সভানেত্রী নির্বাচিত হওয়ার পর পাঁচ ছয় জনের নাম বলেছিলেন মমতা ব্যানার্জি। আপাতত কাজ চালানোর জন্য। এদিন তাঁদের উপস্থিতিতে জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছেন মমতা। পদাধিকারীদের তালিকা প্রকাশ হবে অতি শীঘ্রই। নাম মনোনীত করবেন মমতা ব্যানার্জি। 

তৃণমূলের ২০ জনের তালিকায় কারা কারা রয়েছেন সেই নামও জানিয়েছেন পার্থ চ্যাটার্জি। ২০ জনের মধ্যে মমতা ব্যানার্জি সহ রয়েছেন অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, সুদীপ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব প্রমুখ। 

কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে যে পরিস্থিতির তৈরি হয়েছিল সেক্ষেত্রে এদিনের বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের রাজনৈতিক মহল কার্যত তাকিয়ে ছিল শনিবারের বৈঠকের দিকে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কী সিধান্ত নেন তা নিয়েও নানান আলোচনা শুরু হয়েছিল। তবে এদিন বৈঠক থেকে বেরিয়ে তৃণমূলের আরেক বর্ষীয়ান সাংসদ সুদীপ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, দলের অন্দরে কোনও জটিলতা নেই। 

Comments are closed.