বিধানসভার অধিবেশনে রোজ হাজির থাকতে হবে, বাইরে ‘আলটপকা’ মন্তব্য নয়; বিধায়কদের নির্দেশ তৃণমূলের 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে প্রস্তুতি শুরু করেছে। এই আবহে দলের বিধায়কদের ‘আচরণ-বিধি’ নিয়ে কড়া নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যেখানে দলের বিধায়কদের উদ্দেশ্যে বলা হয়েছে, অধিবেশন চলাকালীন প্রত্যেক বিধায়ককে কক্ষে উপস্থিত থাকতে হবে। শুধু হাজিরা দিলেই হবে না, অধিবেশন সক্রিয় অংশগ্রহণ করতে হবে। নিজের এলাকার দাবি দাওয়া তুলে ধরার পাশাপাশি বিরোধী বিধায়কদেরও প্রশ্নের উত্তর দিতে হবে।

সম্প্রতি তৃণমূলের বেশ কয়েকজন নেতার মন্তব্যের জেরে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। অখিল গিরির মন্তব্য নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। এছাড়াও মদন মিত্রর মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় দলের পরিষদীয় বৈঠকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, বাইরে কোনও রকম আলটপকা মন্তব্য করা যাবে না। এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানান, প্রকাশ্যে যখন তখন যা খুশি বলে দলকে বিড়ম্বনায় ফেলা যাবে না। তিনি আরও বলেন, জনসভায় হাততালির জন্য যা খুশি বললে দল তা অনুমোদন করবে না। যা বলার দলের অন্দরে বলতে হবে। 

উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার কয়েকজন নেতাকে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে দলকে আরও সংঘবদ্ধ করতে, এবং দলের ভাবমূর্তি ধরে রাখতে এই কড়া নির্দেশ জারি করেছে ঘাসফুল শিবির। 

Comments are closed.