প্রার্থী হতে চাই না, প্রচার করব! ফেসবুক পোস্ট তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীর

বৃহস্পতিবার সন্ধ্যায় তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী জানিয়ে দিলেন, তিনি প্রার্থী হতে চান না।

তৃণমূল প্রার্থী তালিকা প্রস্তুত। রাত পোহালেই সেই তালিকা শুক্রবার দুপুর ২ টোয় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। ঠিক এমন সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তালডাংরার বিধায়ক সমীর ওরফে বুয়া চক্রবর্তী জানিয়ে দিলেন, তিনি প্রার্থী হতে চান না।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৃণমূল প্রার্থী হয়ে ভোটে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সমীর চক্রবর্তী নিজের সোশ্যাল পেজে লিখলেন, “আমি দল নেত্রীকে জানিয়েছি আমি দলের হয়ে প্রচার করব প্রার্থী হতে চাই না।” এই বিস্ফোরক বার্তা সোশ্যাল দুনিয়ায় সামনে আসতেই আলোচনা  শুরু হয় তৃণমূলে।

তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী রাজনৈতিক হাতেখড়ি ছাত্র পরিষদের রাজনীতি থেকে। এরপর তিনি ২০১২ তে কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃণমূলে। ২০১৬ য় বাঁকুড়ার তালডাংরায় সিপিএমের অমিয় পাত্রকে হারিয়ে বিধায়ক হন সমীর। দলে থেকে দলের প্রতি তাঁর নিষ্ঠাবান কর্মের জন্য তৃণমূলের দলীয় নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের খুব কাছের মানুষ তিনি।

সূত্রের খবর, এবার তালডাংরায় তৃণমূল প্রার্থী হতে পারেন অরূপ চক্রবর্তী।

Comments are closed.