কোভিডে মৃত্যু তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের

করোনায় মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। কোভিডে সংক্রমিত হয়ে ইস্টার্ণ মেট্রপলিটন  বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

করোনায় সংক্রমিত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

তমোনাশ ঘোষ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক। ২০০১ সালেও এই আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি। তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন তিনি। এদিন সকালে তমোনাশ ঘোষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মমতা ব্যানার্জি।

গত প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছু তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। গত সপ্তাহেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

তমোনাশের পরিবারের একাধিক সদস্যও করোনায় সংক্রমিত হয়েছিলেন। কিন্তু তাঁরা সুস্থ হয়ে ওঠেন। সময় মতো চিকিৎসা করে বাড়িও ফিরে যান।

 

 

Comments are closed.